Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কীভাবে যাবেন

কীভাবে যাবেন

সড়ক পথে :

(১) ঢাকা হতে পাটুরিয়া হয়ে সরাসরি মেহেরপুর জেলায় সড়ক পথে গমন করা যায়। এ ক্ষেত্রে ঢাকা গাবতলী থেকে সাভার, মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া ফেরিঘাট। ফেরি পারাপার শেষে গোয়ালন্দ ফেরিঘাট হতে ফরিদপুর, মাগুড়া, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা অতিক্রম করে মেহেরপুর জেলায় পৌঁছানো যায়।

(২) ঢাকা গাবতলী হতে নবীনগর হয়ে টাঙ্গাইল জেলা অতিক্রম করে বঙ্গবন্ধু সেতু হয়ে সিরাজগঞ্জ, নাটোর, পাবনা ও কুষ্টিয়া হয়ে মেহেরপুর জেলায় পৌঁছানো যায়।

(৩) ঢাকা হতে আরিচা হয়ে সরাসরি মেহেরপুর জেলায় সড়ক পথে গমন করা যায়। এ ক্ষেত্রে ঢাকা গাবতলী থেকে সাভার, মানিকগঞ্জ হয়ে পাটুরিয়া ফেরিঘাট। ফেরিপারাপার শেষে রাজবাড়ী হয়ে কুষ্টিয়া থেকে সরাসরি মেহেরপুর আসা যায়।

রেলপথ :

মেহেরপুর জেলায় কোন রেলপথ নাই। সড়ক পথে চুয়াডাঙ্গা যাওয়ার পর চুয়াডাঙ্গা থেকে রেলপথে ঢাকা, খুলনা, যশোর, কুষ্টিয়া, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, চাপাইনবাবগঞ্জ, সৈয়দপুর যাওয়া যায়। চুয়াডাঙ্গা হতে বিভিন্ন এলাকায় ছেড়ে যাওয়া ট্রেন নম্বর ও সময়সূচি: