ডিপিএডঃ প্রাইমারী টিচার্চ ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) সমূহে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ডিপ্লমা ইন প্রাইমারী এডুকেশন (ডিপিএড) কোর্স গ্রহণ করে থাকেন। এ প্রশিক্ষণ কোর্সে ১৮ মাস মেয়াদি। ডিপিএড কোর্সে ভর্তির নূন্যতম যোগ্যতা এইচ.এস.সি।
সি-ইন-এডঃ প্রাইমারী টিচার্চ ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) সমূহে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ সি-ইন-এড প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। কোর্সের মেয়াল ১ বছর। বর্তমানে শুধুমাত্র এস.এস.সি পাসকৃত শিক্ষকগণ এ কোর্সে ভর্তি হতে পারেন।
আইসিটিঃ আইসিটি প্রশিক্ষণ প্রাইমারী টিচার্চ ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) সমূহে হয়ে থাকে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ ১২দিন ব্যাপি এ কোর্সে অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস