Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

1।প্রাথমিক শিক্ষা বিভাগের অত্র জেলার সকল কর্মকর্তা - কর্মচারীদের সকল কাজ নিষ্পতির জন্য মতামতসহ উর্দ্ধতন অফিসে প্রেরণ।

 

2।সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক / শিক্ষিকাদের নিয়োগ, বদলি, টাইমস্কেল মঞ্জুরি, দক্ষতা সীমা অতিক্রমের অনুমতি , পদোন্নতি প্রদান, জিপিএফ অফেরতযোগ্য ও চুড়ামত্ম উত্তোলনের অনুমতি , পিআরএল ও লামগ্রান্ট মঞ্জুরি ,পেনশন ও গ্রাচুইটি মঞ্জুরি , অসাধারণ ছুটি মঞ্জুরি এবং উর্দ্ধতর অফিসের নির্দেশনা মোতাবেক অন্যান্য সকল কাজ।

 

3।পেশাগত দক্ষতা উন্নয়নে বিভিন্ন  শিক্ষা  কোর্সে ভর্তির অনুমতি প্রদান।

 

4।প্রাথমিক  শিক্ষা  বিভাগ সম্পর্কিত বিভিন্ন প্রকার তথ্য আদান-প্রদান।

 

5।উর্দ্ধতন কর্তৃপক্ষ কর্তৃক প্রেরিত নির্দেশনা মোতাবেক সেবা প্রদান৤